ব্যর্থ কবি

যদি কোন দিন ভুল করে ফের উড়ে যাই আকাশে
খুঁজবে কি কভু আমায় গন্ধ মাখা বাতাসে?
আলেয়ায় ফের কাভি উঁকি দেয় মোর প্রতিচ্ছবি
জেনে নিও মরি নাই- এভাবেই হারাবে এ ব্যর্থ কবি।
জুবা, সাউথ সুদান, মার্চ ০৪, ২০২৫

Recommended Posts