ছোট গল্পের বই। মোট গল্প আছে ৮টি। ঝরোকা, অলীক যাপন, পাহারাদার, অন্দরমহল, পলাতক, মিঠুন কিংবা অজস্র ঘুণপোকার গল্প, সমান্তরাল, রোদের উড়ান। আটটি গল্পের একই সুর- হজারো সুখে থাকার পরে- বুকের মাঝে কোথায় যেন কিসের একটা কষ্ট লুকিয়ে আছে। এটাই এই বইয়ের অন্যতম শক্তিশালী দিক। সধারণত ছোট গল্পের বই গুলোতে সঙ্কলিত গল্পগুলোর মাঝে মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই বইটিতে সেটা নেই। প্রতিটি গল্পই পাঠককে মন খারাপ করে দেবে। তবুও আপনি পড়তে থাকবেন। একটা টান কিংবা মায়া রয়েছে পুরো বইটি জুড়ে। লেখক গল্পের ক্ষেত্রে বৈচিত্র্য রেখেছেন। একটা গল্পের সাথে অন্য গল্পের কাহিনী, চরিত্র কিংবা প্রেক্ষাপট ভিন্ন। যদিও সবগুলো মধ্যবিত্তের সাজানো সংসারের মাঝের লুকিয়ে থাকা বিষাদ ঘ্রাণের গল্প।
বইটি পড়তে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রের নামকরণ- ঝরোকা, রুপল, উপল, তনিমা, হেমাঙ্গি, প্রিয়ংশু, রায়া, প্রভৃতি। ভালো লেগেছে লেখকের উপমার ব্যবহারও- রোদের উড়ান গল্পে “ভেজা সজল বাতাস ওর কানে ফিসফিসিয়ে এক মাথা ঝাঁকড়া চুলে নাক ডুবিয়ে চলে যায় ফের দুরের পাহাড়ে।” ভালো লেগেছে প্রতিটি গল্পের টুইস্টও। তবে ধাক্কা খেয়েছি কয়েকটি গল্পে- ঝরোকা, পলাতক। এমনভাবে ধাক্কা খাবো ভাবি নাই। (তুমি ক্যম্নে পারলে এমন করে ভাবতে? আচ্ছা লেখকরা কি একটু বেশি সাইকো হয়?)
কখনো কখনো লেখক এক একটি গল্পের মূল বিষয় বস্তুর বাইরের বিষয় নিয়ে এতো বেশি থিক ডিসক্রিপশন দিয়েছে যে- সেটা গল্পের সাথে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। যেমন- ঝরোকা গল্পের অফিস ডেকোরেশন নিয়ে এতো বেশি বর্ণনা না হলেও পারতো। (কিংবা ছোট গল্পে হয়তো এমনটা হয়)
লেখক যেমন একজন আত্মবিশ্বাসী দৃঢ়চেতা ঝরোকার বিশাদ ঘ্রাণের গল্প শুনিয়েছেন, তেমনি শুনিয়েছেন এক পৌঢ়ের দেশ নিয়ে কস্টের গল্প, কিংবা একজন সদ্য বাবার মেয়ের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে অতীতের কোন অপরাধের স্মৃতিচারণ।
বইটিতে নেই কোন সূচীপত্র, আর বানান ভুল নেই বললেই চলে। তবে আমার কাছে যে কপিটি এসেছে- সেখানে ৩৪ থেকে ৪৯ পেজ পর্যন্ত বেশ উলোট পালট। পড়তে কষ্ট হয়েছে। এবিষয়ে প্রকাশকের দৃষ্টি দেয়া উচিত।
বইটি সংগ্রহে রাখার মতো কিনা সেটা পাঠক বিচার করবে। কিন্তু আমার মনে হয়েছে- সব পাঠকের বইটি পড়লে খারাপ লাগবে না। সময় এবং অর্থ অপচয় হবে না এতোটুকু বলতে পারি।
এটা কোন বইয়ের রিভিউ হলো কিনা জানি না। কিংবা সেটা লিখতেও চাই নি। একজন বন্ধুর বই পড়ে- নিজের অভিব্যক্তিই লিখে রাখলাম।
পরিশেষে, দিদি তোমার লেখনি অনেক ভালো হচ্ছে দিনকে, দিন। থেমো না। আমি তোমাকে ভীষণ ভীষণ হিংসা করি। আর তোমার প্রতি হিংসা এই বই পড়ে আরো বেশি বেড়েছে।