ছাই

মরে গেছি হায় – তোমার ঐ চাহনিতে
ভালোবেসে হায়- চলো যাই হারিয়ে
হাতে-হাত, চোখে চোখ রেখে
হবো বিলীন মায়াবী জোছনায়।
প্রেমে খুব করে নিঃস্ব হবো
এক চিলতে সুখের আশায়
কবিতায় বেঁচে রবো আজীবন
জ্বলে পুড়ে হবো ছাই।
জুবা, সাউথ সুদান, মার্চ ০৯, ২০২

Recommended Posts