গল্প লিখতে বলো আমায়…
কি গল্প লিখি বলো?
গাল গল্প না আষাঢ়ে গল্প।
গুজব মিশলে হয়ে যায় গল্প-গুজব।
গল্পে নাকি গরু গাছে ওঠে।
কি গল্প লিখি বলো?
গাল গল্প না আষাঢ়ে গল্প।
গুজব মিশলে হয়ে যায় গল্প-গুজব।
গল্পে নাকি গরু গাছে ওঠে।
তবুও কি বলবে – গল্প লিখতে?
গল্পের ধরনে এবং বৈচিত্রে নিজেই মাঝে মাঝে গল্প হয়ে যাই।
ছোট গল্প, বড় গল্প- মাঝারি গল্প হয় কি না জানি না।
প্রেমের গল্প, ভালবাসার গল্প কক্ষনো আবার জীবনের গল্প।
সুখের গল্প, দুখের গল্প, কষ্টের গল্প, আনন্দের গল্প।
তোমার গল্প, আমার গল্প, আমাদের গল্প-
গল্প লিখতে গিয়ে কবিতা লিখে ফেললাম না তো?
গল্পের ধরনে এবং বৈচিত্রে নিজেই মাঝে মাঝে গল্প হয়ে যাই।
ছোট গল্প, বড় গল্প- মাঝারি গল্প হয় কি না জানি না।
প্রেমের গল্প, ভালবাসার গল্প কক্ষনো আবার জীবনের গল্প।
সুখের গল্প, দুখের গল্প, কষ্টের গল্প, আনন্দের গল্প।
তোমার গল্প, আমার গল্প, আমাদের গল্প-
গল্প লিখতে গিয়ে কবিতা লিখে ফেললাম না তো?