
তুমি এমন অন্ধের মতো ভালোবাসো বলেই
আমি এমনই উড়নচণ্ডী স্বভাবে
ঘর দোর ভুলে হয়ে যাই সন্ন্যাসী তোমার প্রেমে
এ এক অন্য দ্বান্দ্বিকতায় ভুগি নিত্য আমি
তোমাকে ভালোবেসে হয়ে যেতে চাই বন্য
পরিচিতির মাঝে অপরিচয় আমি এক অন্য।।
এই আমাকে আমিই তো চিনি না
প্রতিদিন প্রেমে পড়ি, নতুন ভোরে নতুন আমি
দিনের প্রতিটি প্রহরের মতো বদলাই প্রতিটি ক্ষণে
আমি তাই আমাকেই সঁপে দিয়েছি সময়ের হাতে
সময়ই আমাকে নিয়ে যাবে তোমার কাছে
জীর্ণ,শীর্ণ, শূন্য হাতে মুসাফির-মিসকিন বেশে
তুমিই আমার মরূদ্যান – মিটাও তৃষ্ণা আর ক্লান্তি
হাজারো ক্রোশ পাড়ি দেয়া এক পথভ্রষ্ট যাযাবর।।
তোমাকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেছি
মরুভূমির মরীচিকায়
আলোকবর্তিকা কখন যে আলেয়া হয়ে গেছে
বুঝতে বুঝতে পার হয়ে গেছে এক আলোকবর্ষ
তবুও যেন পথ ভুলে আছি সেই আগের অবস্থানে
তোমার প্রত্যাশায়- যেমনটা রেখে গিয়েছিলে
এ যেন থমকে যাওয়া এ পৃথিবী -মিরাজের রাত
তোমার দিদারে পাড়ি দেয়া- সাতাশ বছর।।
বান্দরবান, মার্চ ১৩, ২০২২