অসভ্য নাগরিকPosted on March 13, 2025এই সভ্য দেশে ভালোবাসার দোষে আমি এক অসভ্য নাগরিক জঞ্জালে খুঁজে ফিরি অঞ্জলি মেঙে নিই গালি খালি খালি শুষে নিয়ে এক নদী জল করি কোলাহল পিয়ে বোতল জল। বুঝি নাকো কি হারিয়েছি কিবা আছে সঞ্চয়? কক্সবাজার, মার্চ ১২, ২০২২