অসভ্য নাগরিক

এই সভ্য দেশে ভালোবাসার দোষে
আমি এক অসভ্য নাগরিক
জঞ্জালে খুঁজে ফিরি অঞ্জলি
মেঙে নিই গালি খালি খালি
শুষে নিয়ে এক নদী জল
করি কোলাহল পিয়ে বোতল জল।
বুঝি নাকো কি হারিয়েছি
কিবা আছে সঞ্চয়?
কক্সবাজার,  মার্চ ১২, ২০২২

Recommended Posts